ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে মিথ্যাচারের প্রতিবাদ

| শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে গতকাল বলেন, ‘অতিসমপ্রতি মহল বিশেষের পক্ষ থেকে সংঘবদ্ধ অপপ্রচারে বলা হচ্ছে যে, জাতীয় ঐকমত্য কমিশন আপ্যায়ন বাবদ ৮৩ (তিরাশি) কোটি টাকা ব্যয় করেছে। এটি সর্বৈব মিথ্যাচার।’ তিনি বলেন, ‘স্পষ্টতই যেহেতু এটি একটি পরিকল্পিত প্রপাগান্ডা স্বাভাবিকভাবেই অপপ্রচারকারীরা এই বিষয়ে কমিশনের কোনো ভাষ্য সংগ্রহ করেনি এবং সংশ্লিষ্ট তথ্যের যথার্থতা যাচাইয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেনি।’ খবর বাসসের।

আইন উপদেষ্টা বলেন, ‘অপপ্রচারকারীদের মিথ্যাচারের ফলে জনমনে যাতে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে পরিষ্কারভাবে জানানো যাচ্ছে যে, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কার্যক্রম শুরু করার পর ২০২৪২৫ এবং ২০২৫২৬ অর্থবছরে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বমোট বাজেট ছিল ৭ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৬ টাকা। এর বিপরীতে গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত কমিশনের ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ১ হাজার ১২৬ টাকা, যা বরাদ্দের ২৩ দশমিক ৪৬ শতাংশ।

কমিশনের মোট বরাদ্দের মধ্যে আপ্যায়ন খাতে বরাদ্দ ছিল ৬৩ লাখ টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ৬৮৫ টাকা।’

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধপ্রাথমিকে সংগীত শিক্ষক পদ ফিরিয়ে আনার দাবিতে চবিতে শিক্ষার্থীদের মানববন্ধন