এ সুর তোমার জন্যে

মনোয়ার হোসেন রতন | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

জীবনের পথ পরিক্রমা দ্বন্দ্বময়।

গদ্যময় জীবনটা ছন্দময়!

অনুযোগ আর অভিযোগ। প্রাপ্তিঅপ্রাপ্তির

জ্যামিতিক জীবনের শেষ বিন্দু রেখায়

এসে মানুষ দেখেসে একা!

বিচ্ছিন্ন দ্বীপের মতোমেঘের মতো;

একাকী ভেসে বেড়ায়

হৃদয় ভূমির মধ্য সাগরে!

এখানে ভাগ্য নিয়ন্ত্রিত, জীবন অনিয়ন্ত্রিত!

তবুও মানুষ মুখরিত জীবনের সুর বাঁধে,

বীণার তারের মতোসে সুর তোমার জন্যে;

অনন্ত ঝরনার জলে

বিস্ময়কর আলোকে;

স্বপ্নময় আলোর জ্যোতি

যদি কখনো অন্ধকারের

পূর্ববর্তী নিবন্ধকবি জসীম উদ্‌দীন : পল্লীর আবহমান ঐতিহ্যের ধারক
পরবর্তী নিবন্ধসুখের বাড়ি