এ সরকারের আমলে মাদরাসা শিক্ষার উন্নয়ন হয়েছে

দারুল উলুম মাদরাসার অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী

| রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

 

এ সরকারের আমলেই মাদরাসা শিক্ষার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বলে মত প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। গতকাল শনিবার দারুল উলুম কামিল মাদরাসার কামিল ২য় পর্ব শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন দারুল উলুম কামিল মাদরাসায় শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন এবং নতুন ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি মাদরাসার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা চালুর ঘোষণা দেন। মাদরাসা চত্বরে অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়া স্বাগত বক্তব্য দেন। প্রভাষক মাওলানা খালেদ মুহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ ত্বহা। বক্তব্য দেন, গভর্নিং বডির দাতা সদস্য সাংবাদিক ওসমান গনি মনসুর, শিক্ষক শায়খুল হাদিস মাওলানা মাকছুদ আহমদ, ছাত্র প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম, আছিয়া পারভিন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখেলাঘরের অগ্রযাত্রার ৭০ বছর উদযাপন
পরবর্তী নিবন্ধমীরসরাই এসো’ চট্টগ্রামের মেধাবৃত্তি পরীক্ষা