এ সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না

বিএনপির গণমিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

অব্যাহত আছে জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির গণমিছিল ও সমাবেশ। কেন্দ্র ঘোষিত ধারাবাহিক এ কর্মসূচির তৃতীয় দিন গতকাল বুধবার নগরে সদরঘাট থানা ও চান্দগাঁও থানা বিএনপির উদ্যোগে পৃথক গণমিছিল হয়েছে। এছাড়া উত্তর পতেঙ্গা ও দেওয়ান বাজারসহ বিভিন্ন ওয়ার্ডে মিছিল হয়েছে। সদরঘাট থানা বিএনপির গণমিছিল শুরু হয় কদমতলী শুভপুর বাস স্টেশন থেকে। ডিটি রোড হয়ে মাঝিরঘাটে এসে শেষ হয় মিছিলটি। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এদিকে বহদ্দারহাট হক মার্কেটের সামনে থেকে শুরু হয়ে পুরাতন চান্দগাঁও থানা, মৌলভী পুকুর পাড় হয়ে সিএন্ডবি রাস্তার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় চান্দগাঁও থানা বিএনপির গণমিছিল। এতে নেতৃত্ব দেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
সদরঘাট থানা : সদরঘাট থানা বিএনপির সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় সদরঘাটা থানা বিএনপির মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই দেশে আর কোনো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন সরকারের পাঠানো প্রেসক্রিপশনেই আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে নির্বাচন করার ঘোষণা করেছে। এই নির্বাচন কমিশন ইভিএমে ভোট গ্রহণের ঘোষণা দিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্বাচন তো অনেক দূরের কথা, আগে কথা বলতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে। তত্ত্বাবধায়ক সরকার আসার পর তাদের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন হবে। আর সে নির্বাচন কমিশনই ঠিক করবে কিভাবে নির্বাচন হবে। প্রধান বক্তা নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বিএনপির মিছিল সমাবেশে জনগণের অভূতপূর্ব সাড়া দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, সদস্য জয়নাল আবেদিন জিয়া, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, জাসাসের আহ্বায়ক এম এ মুছা বাবলু, ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম, তাঁতী দলের আহ্বায়ক মনিরুজ্জমান টিটু, মশিউল আলম স্বপন, মো. আলী, কাউসার বাবু, খোরশেদ আলম।
৪০ নম্বর ওয়ার্ড বিএনপি : কাটগড় মোড় জিএম গেট থেকে শুরু হয়ে চড়িহালদা মোড় পর্যন্ত মিছিল করেছে ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড বিএনপি। ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. হারুন কোম্পানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা। বক্তব্য রাখেন মহানগর সাংগঠনিক পুনর্গঠন টিমের সদস্য মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সভাপতি ডা. নুরুল আবছার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম।
২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি : দেওয়ান বাজার ওয়ার্ডের খলিফাপট্টি থেকে ভেলুয়ার দীঘি হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেরিবাজার মোড় পর্যন্ত মিছিল করেছে দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি। সংগঠনের সভাপতি খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহামদের সঞ্চালনায় মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, আবদুল মন্নান, সদস্য মোহাম্মদ আলী, মনজুর রহমান চৌধুরী, আলহাজ্ব জাকির হোসেন।

পূর্ববর্তী নিবন্ধবিমলেন্দু দত্ত
পরবর্তী নিবন্ধ৪৯ তম বাংলাদেশ লিও দিবসে নানা আয়োজন