এ যেন শ্রাবণ মেঘের অর্কেস্ট্রা

ডা. প্রণব কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১১:২৩ পূর্বাহ্ণ

যেরকম শ্রাবণ মেঘের বুকে জল

সেরকম তুমি আমার

আকাশে চমকায় বিজুলি বিদ্যুদুজ্জ্বল

ভূত ভবিষৎ সকল কাল মহাকালে একাকার

প্রেমের অপূর্ব মহাবেশ নৃত্যরতা

লহো লহো এ যৌবনভার

সোনার থালার মতো চাঁদ মুখ সৌন্দর্যের প্রতিবিম্ব

মেঘ প্রেমপত্রে নব বসন্তের সমাগম

অধর চুম্বনে প্রেমবিজ্ঞান তপ্তমদির

আলিঙ্গনাবদ্ধ সুন্দরসুন্দরী

চঞ্চলাসনে হৃদয় দিয়ে হৃদয়

আত্মায় আত্মায় মিলন

এই সহস্রতার অঝোর জলধারা

এ যেন শ্রাবণ মেঘের অর্কেস্ট্রা।

পূর্ববর্তী নিবন্ধমানুষ পরিচয় চাই
পরবর্তী নিবন্ধচলো শুধরে যাই