এ বছর এর্শাদ আলী সরকারের বৈশাখী মেলা হচ্ছে না

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৭:০২ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের জমিদার এর্শাদ আলী সরকারের বৈশাখী মেলা ও বলিখেলা এ বছর হচ্ছে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এর্শাদ আলী স্টেটের মেলা আয়োজক কমিটি এ বছর বৈশাখী মেলা আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানানো হয়। বিগত ১ শতাধিক বছরের বেশি সময় ধরে বাংলা নববর্ষের ৪ বৈশাখ এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আনোয়ারাসহ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার মেলা প্রেমীদের মাঝে এটি সরকারের মেলা নামে পরিচিত।

মেলা আয়োজন কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ হানিফ চৌধুরী, আলী নেওয়াজ খান, হানিফ মুহাম্মদ এনামুল করিম চৌধুরী, আলী ফেরদৌস খান জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বছর বৈশাখী মেলা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী জেলেপাড়ায় জেলা মৎস্য দপ্তরের জনসচেতনতা সভা
পরবর্তী নিবন্ধসাতকানিয়া উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সমপ্রসারণে মতবিনিময় সভা