এ পর্যন্ত ৭ জেলের মৃতদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২০

ট্রলারডুবির ঘটনা

আহমদ গিয়াস, কক্সবাজার | সোমবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:১৭ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্র উপকূলে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও এক জেলের মরদেহ ভেসে এসেছে। গতকাল রোরবার সকালে কক্সবাজার শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়া সমুদ্র উপকূলে এই মরদেহটি ভেসে আসে।

নিহত জেলে ইউনুছ মাঝি (৭২) কক্সবাজার শহরের উত্তর নুইন্নাছড়া ঠুইট্টাপাড়া এলাকার শামীম আহমদ কালামনুর মালিকানাধীন এফবি লতিফ ফিশিং ট্রলারের মাঝি। নিহত জেলের বাড়িও একই এলাকায়।

গত শুক্রবার সকালে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকুলে ৮টি ট্রলারডুবির ঘটনা ঘটে। এরমধ্যে শহরের নুইন্নাছড়া এলাকার ৩টি, ইনানীর ২টি এবং বাঁশখালীর ৩টি ফিশিং বোট রয়েছে। এ ঘটনায় নিখোঁজ জেলেদের মধ্যে গত শুক্র ও শনিবার সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে ৬ জেলের মরদেহ ভেসে আসে। সর্বশেষ গতকাল রোববার সকালে কক্সবাজার শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়া সমুদ্র উপকূলে ভেসে আসে জেলে ইউনুছ মাঝির মরদেহ। জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। পরে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হলে গতকাল রোববার সন্ধ্যায় নামাজে জানাযা শেষে কক্সবাজার শহরের উত্তর নুইন্নাছড়া ঠুইট্টাপাড়া কবরস্থানে দাফন করা হয়। এ ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ৭ জেলের মৃতদেহ উদ্ধার হলেও এখনও ২০ জেলে নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনবীজি হলেন উত্তম আদর্শের শাশ্বত প্রতীক
পরবর্তী নিবন্ধ৭৮৬