আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণের শক্তিতে নয়, বিএনপি ষড়যন্ত্র ও অস্ত্রের শক্তিতে বিশ্বাসী। গতকাল শনিবার দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার আগে জেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খবর বাংলানিউজের।
তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এর কারণ বিএনপি জনগণের শক্তিতে নয়, ষড়যন্ত্র আর অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। সেজন্যই তারা নির্বাচনে না যাওয়ার কথা বলে। তারা অতীতেও নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত চক্র অর্থাৎ সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী দেশের পূজামণ্ডপসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে। তদন্তে সব ধীরে ধীরে বেরিয়ে আসছে।
আওয়ামী লীগ ৭২’র সংবিধান বিশ্বাস করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যে সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আছে, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করে সেই সংবিধানের কাটাছেঁড়া করেছে জিয়াউর রহমান ও এরশাদ সাহেব। এর মধ্য দিয়ে সংবিধানের মূল চেতনা নষ্ট করেছেন তারা। সেই সংবিধান আমরা পরিমার্জন করেছি। নিশ্চিত করেছি সবার ধর্মীয় স্বাধীনতা। সবার রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এই দেশ সবার এবং আমরা মনে করি এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এদেশের নাগরিক।