সাতজন টেস্ট ক্রিকেটারকে নিয়ে গঠিত বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে দাপট অব্যাহত রেখেছে এইচপি দল। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে চারদিনের ম্যাচের দ্বিতীয় তরুনদের নিয়ে গড়া এইচপি দল তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করেছে। এর আগে বাংলাদেশ ‘এ’ দলকে ২৩১ রানে অল আউট করে দিয়েছিল এইচপি দলের বোলাররা। বল হাতে এইচপি দলের স্পিনার হাসান মাহমুদ নিয়েছেন ৬ উইকেট। আগের দিন ৫ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। গতকাল ‘এ’ দলের বাকি উইকেটটিও তুলে নিলেন এই স্পিনার। ফলে ৬ রানে এগিয়ে গেল এইচপি দল। ব্যাটে-বলে দারুন করেছে এইচপি দলের তরুনরা। বিশেষ করে বল হাতে হাসান মাহমুদ আর ব্যাট হাতে আকবর আলী এবং মাহমুদুল হাসান জয়ের অর্ধশতকে লিড পেয়েছে এইচপি দল।
যদিও প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি এইচপি দলের। ২৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার তানজিদ হাসান তামিম ১১ ও পারভেজ হোসেন ইমন আউট হন ৪ রান করে। শাহাদাত হোসেন দিপু রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরলে বিপর্যয়ে পড়ে তারা। তবে চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ায় এইচপি দল। তৌহিদ হৃদয়ের সঙ্গে ১২৩ রানের জুটি গড়ে বিপর্যয় থেকে দলকে টেনে তুলেন মাহমুদুল হাসান জয়। যদিও নিজের হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হন তৌহিদ হৃদয়। ১২০ বলে ৪টি চারের সাহায্যে ৪৭ রান করেন হৃদয়। এরপর অধিনায়ক আকবর আলিকে নিয়ে এগিয়ে যেতে থাকেন জয়। কিন্তু ৭৩ রান করে ফিরতে হয় জয়কে। ১৫৭ বলে ৮টি চারের সাহায্যে ৭৩ রান করে ফিরেন জয়। এরপর অধিনায়ক আকবর আলী ৯১ বলে ৫১ রান করলে বড় সংগ্রহের পথেই হাটে এইচপি দল। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষ করে এইচটির তরুনরা ৮ উইকেটে ২৩৭ রান তুলে। ‘এ’ দলের হয়ে রাকিবুল হাসান ৩টি ও পেসার খালেদ আহমেদ নেন ২ উইকেট। এর আগে আগের দিনের ৯ উইকেটে ২২৩ রানের সাথে আর মাত্র ৮ রান যোগ করতেই অল আউট হয় ‘এ’ দল।