এ জাতীয় কাজে প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন

বিশুদ্ধ পানির মেশিন স্থাপনকালে এমপি সনি

| মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৬:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সমিতি রিয়াদ সৌদি আরবের ব্যবস্থাপনায় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের জন্য বিশুদ্ধ পানির মেশিন স্থাপন অনুষ্ঠান গত ২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মেশিন উদ্বোধন করেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি। উপস্থিত ছিলেন নাজিরহাট পৌর মেয়র এ. কে. জাহিদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরেফিন আজিম, প্যানেল মেয়র মোহাম্মদ আলী, চট্টগ্রাম সমিতি সৌদি আরব রিয়াদের সভাপতি ডা. শেখ মমতাজুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক আজিজুল হক সিকদার। সাংগঠনিক সম্পাদক এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে বিশুদ্ধ পানির মেশিনটি স্থাপন করা হয়। প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম সমিতি সৌদি আরব রিয়াদ শাখা চট্টগ্রামের বিভিন্ন স্থানে ও সরকারিবেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা চট্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয়। তিনি এ জাতীয় ছাওয়াবমূলক কাজে আমাদের প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন বলে উল্লেখ করেন এবং আগামীতে সহযোগিতারও আশ্বাস প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, বখতিয়ার সাঈদ ইরান, হোসেন শহীদ জাফর আলম, আকবর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোয়ান্টাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগং কমার্শিয়াল সিটির ক্লাব অ্যাসেম্বলি