এ কোন দাগের গল্প

| শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৮:৪৬ পূর্বাহ্ণ

হালকা শীতের রাতে শহরের এক ডাস্টবিন থেকে ভেসে আসে নবজাতকের কান্নার আওয়াজ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসেন ওসি আলমগীর, বাচ্চাটাকে উদ্ধার করে হাসপাতালে নেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে তুমুল আলোচনার মধ্যে অনেক সন্তানহীন দম্পতি বাচ্চাটিকে নিতে আদালতে আবেদন করেন। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘দাগ’, নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। সিনেমাটি চরকিতে মুক্তি পাচ্ছে আজ।
প্রথমবারের মতো চরকির সঙ্গে কাজ করলেন সঞ্জয় সমদ্দার। নির্মাতা বলেন, অসাধারণ এক যাত্রার গল্প ‘দাগ’। গল্পটাকে সুন্দরভাবে পর্দায় তুলে আনতে সবাই মিলে চেষ্টা করেছি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কেতা আসলে গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না। এই গল্পে নায়ক সামাজিক ইস্যু। আশা করছি, দর্শককে ভালো কিছুই দিতে পারব।
আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্পই হলো দাগ।
পুরান ঢাকা, সদরঘাট, হলি ফ্যামিলি হাসপাতালসহ ঢাকার বিভিন্ন এলাকায় সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন আইশা খান, নিশাত প্রিয়ম।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে কম্বল প্রদান
পরবর্তী নিবন্ধরহস্যময় কণ্ঠের খোঁজে মৌ