এ কে খান মোড়ে সাড়ে পাঁচ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৫:১৫ পূর্বাহ্ণ

নগরীর এ কে খান মোড় সংলগ্ন শ্যামলী কাউন্টার লাগোয়া উত্তর পাহাড়তলী মৌজার একটি সরকারি খাসজমি থেকে চারটি অবৈধ ফল ও চায়ের দোকান উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি টিনের সীমানা প্রাচীরও গুড়িয়ে দেওয়া হয়েছে। এতে সাড়ে ৫ শতক সরকারি খাসজমি উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত এসব খাসজমির বাজারমূল্য আনুমানিক সাড়ে ৫ কোটি টাকা।

গতকাল জেলা প্রশাসনের কাট্টলী সার্কেলের এসিল্যান্ড আরাফাত সিদ্দিকী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসিল্যান্ড আরাফাত সিদ্দিকী আজাদীকে বলেন, গত শুক্রবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা সরকারের মূল্যবান এই সম্পত্তিটি রাতের আঁধারে টিন দিয়ে ঘিরে দখলে নিয়েছিল। এছাড়া জমিতে অবৈধভাবে কয়েকটি ফলের ও চায়ের দোকান স্থাপন করে ভাড়া দিয়ে দেয়। বিষয়টি আমাদের নজরে আসলে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে দখলকৃত সকল স্থাপনা অপসারণ করা হয়। এরপর সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। উদ্ধারকৃত খাসজমির পরিমাণ সাড়ে ৫ শতক উল্লেখ করে ম্যাজিস্ট্রেট বলেন, এটি বিএস ১ নং খতিয়ানভুক্ত জায়গা। এখন থেকে এ জায়গা সরকারের নিয়ন্ত্রণে থাকবে। উদ্ধারকৃত জমির বাজারমূল্য আনুমানিক সাড়ে ৫ কোটি টাকা। সরকারি জমি অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবিয়ের আগের রাতে বিষ পান, তরুণীর মৃত্যু