এ কে খান মোড়ে দ্রুত গতির লরি চাপায় শ্রমিক নিহত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৯:১৪ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীর এ কে খান মোড় সংলগ্ন ইস্পাহানী সামিট অ্যালায়েন্স ডিপোর ভেতরে দ্রুত গতির লরির চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ আবু সিদ্দিক। পাহাড়তলীর আসলাম কমিশনার রোড সরাইপাড়ার মৃত ইউনুছ মিয়ার ছেলে তিনি। গতকাল বিকাল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ইস্পাহানী সামিট অ্যালায়েন্স ডিপোর ভেতর থেকে দ্রুত গতির লরিটি মেইন রোডে উঠছিল। এ সময় লরির পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে মোহাম্মদ আবু সিদ্দিক নামের একজন নিহত হয়েছেন। তিনি ইস্পাহানী সামিট অ্যালায়েন্স নামের ডিপোতে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। ঘাতক চালক পলাতক থাকলেও দুর্ঘটনা সংঘটনকারী লরিটি থানা হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে ওসি বাবুল আজাদ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারে হিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপনী
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ও উদ্ভাবনী মেলা