এ কে খান থেকে নিখোঁজ স্কুলছাত্র উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হালিশহর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র তুহিন। স্কুলে যেতে বাসা থেকে বের হয় মঙ্গলবার সকালে। বিকেলের মধ্যেই ফেরার কথা থাকলেও সন্ধ্যায়ও ফিরে আসেনি সে। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার বাবা গেলেন ইপিজেড থানায়। বিষয়টি জেনে স্কুল ছাত্রকে উদ্ধারে নামে পুলিশ। এরপর রাত ১২টার দিকে নগরীর এ কে খান এলাকা থেকে ওই স্কুলছাত্রকে অক্ষত অবস্থায় পুলিশ উদ্ধার করে। পরে তাকে তার মা বাবার জিম্মায় দেওয়া হয়। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক উদ্ধারে নামে পুলিশ। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে একে খান এলাকা থেকে উদ্ধার করা হয়। এরপর তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

সাইদুলের পিতা জাহাঙ্গীর আলম বলেন, সকালে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য বের হয় তুহিন। কিন্তু রাত আটটার পর হয়ে গেলেও সে আর ঘরে ফেরেনি। বিভিন্ন জায়গা খুঁজে তাকে পাওয়া যায়নি। তাই থানায় গিয়ে বিষয়টি জানাই। এরপর রাত ১২টার দিকে পুলিশ আমার ছেলেকে উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে চালু হচ্ছে সাগরিকা ফিডার রোড
পরবর্তী নিবন্ধপূজায় যান চলাচলে ট্রাফিক পুলিশের নির্দেশনা