চট্টগ্রামের চন্দনপুরা নিবাসী সাবেক ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিশিষ্ট সমাজসেবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ক্রীড়াবিদ এ এইচ এম আব্দুল বাকীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, কোরানখানির আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তান ইউনানী ও আয়ূর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি চট্টগ্রাম, হাটহাজারী, পটিয়া, মহেশখালী, বরিশাল, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।