এয়ারলাইন বেচে দেবে শ্রীলঙ্কা বেতন দিতে ছাপানো হচ্ছে মুদ্রা

পার্লামেন্টে প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বিরোধীদের প্রবল চাপের মুখে চলতি মাসেই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন মাহিন্দা রাজাপাকসে। অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কায় তার ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে কিন্তু সে দেশের পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ঘিরে ভোটাভুটিতে জয়ী হলেন। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের পক্ষে পড়েছে ৬৮টি ভোট। বিপক্ষে ১১৯টি। সংখ্যালঘু তামিলদের রাজনৈতিক দল ‘তামিল ন্যাশনাল অ্যালায়ান্স’এর এক পার্লামেন্ট সদস্যের আনা ওই অনাস্থা প্রস্তাব প্রধান বিরোধী দল এসজেপি সমর্থন করলেও শাসক দল এসএলপিপি এবং সদ্যমনোনীত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের দল ইউএনপি বিরোধিতা করে। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই অর্থনৈতিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। তার জন্য মাহিন্দা এবং তার ভাই গোতাবায় দায়ী বলে অভিযোগ আন্দোলনকারীদের।

এদিকে বাংলানিউজের এক খবরে বলা হয়, অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে এবার রাষ্ট্রীয় এয়ারলাইন বেচে দেওয়ার পরিকল্পনা করছে শ্রীলঙ্কার নতুন সরকার। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়ার জন্য বাধ্য হয়ে নতুন মুদ্রা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

গত সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জানান, নতুন প্রশাসন শ্রীলঙ্কান এয়ারলাইন্সকে বেসরকারীকরণের পরিকল্পনা করছে। গত বছর এই এয়ারলাইনে ৪৫ বিলিয়ন রুপি লোকসান হয়েছে। বিক্রমাসিংহে বলেন, দরিদ্র যারা বিমানে পা রাখেননি তাদের এমন ক্ষতি বহন করা উচিত হবে না। এরমধ্যেই সরকারি কর্মীদের বেতন দিতে নতুন মুদ্রা ছাপাতে বাধ্য হয়েছে বলে জানান তিনি। তবে বিশ্লেষকেরা বলছেন, এটি শ্রীলঙ্কার অর্থনীতিতে আরও চাপ বাড়াবে। এ নিয়ে বিক্রমাসিংহে বলেন,আমাদের পেট্রোল ফুরিয়ে গেছে। এই মুহূর্তে আমাদের কাছে মাত্র আর এক দিনের পেট্রোল মজুত রয়েছে। বেতন দিতে নতুন অর্থ ছাপাতে বাধ্য হচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধপদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
পরবর্তী নিবন্ধগুলিয়াখালী সমুদ্র সৈকতে দর্শনার্থীদের ভিড়