এ্যারিডানাস বুটিকের দুইদিন ব্যাপী শীতকালীন মেলা জুলেখা খানের বাগান বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক লায়ন্স জেলা গভর্নর কামরুন মালেক। এতে অংশগ্রহণ করেন ঢাকা থেকে আগত সেঁজুতি’স ড্রিম’র রুমানা হোসেন বর্ণা, মেরেুন্নেসা খান, মাসুদা’স ক্লজেট’র মাসুদা মারজানা। চট্টগ্রামের ওমেন্স ওয়্যার’র নাসিমা রহমান, রাংতা বুটিকের নাজিয়া ফারহানা চৌধুরী এবং জারকা নাবিলা। কোভিড-১৯ মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে আনন্দময় পরিবেশে মেলাটি সম্পন্ন হয়। এভাবে সবার সহযোগিতা পেলে এ্যারিডানাস বুটিকস আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। প্রেস বিজ্ঞপ্তি।