এ্যানির বছরে আয় ৪৭ লাখ, সম্পদ প্রায় ৪ কোটি টাকার

| শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর(সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি যে হলফনামা দিয়েছেন, তাতে তিনি ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকার সম্পদের হিসেব দিয়েছেন। দলটির যুগ্ম মহাসচিব হলফনামায় তার পেশা ব্যবসা এবং বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা বলে জানিয়েছেন। লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার বশির উল্লাহ চৌধুরীর ছেলে এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর৩ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

হলফনামা অনুযায়ী, এ্যানি চৌধুরী এসএস কোম্পানি, রি রয়েল প্রোপার্টিজ ও মেসার্স বিইউ চৌধুরী অটো ফ্লাওয়ার মিলসের স্বত্বাধিকারী। এছাড়া রাইট গার্মেন্টস লিমিটেড, এগ্রো এনার্জি (প্রা.) লিমিটেড ও টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডের পরিচালক। খবর বিডিনিউজের।

এ বিএনপি নেতা আগেও এসব ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার স্ত্রী পারভীন আক্তার চৌধুরীও পেশায় ব্যবসায়ী। তিনি সাবরান এসএস কোম্পানির স্বত্বাধিকারী ও ইনবিল্ড রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। এছাড়া তিনি সৈয়দ ট্রেজার্স বাদার্স লিমিটেড ও ঢাকা হাইড অ্যান্ড স্কিন লিমিটেডের শেয়ারহোল্ডার।

বিএনপির এ নেতার নামে এখন পর্যন্ত ৬০টি মামলা হয়েছে বলে হলফনামা থেকে জানা গেছে। কয়েকটি মামলায় তিনি খালাস পেয়েছেন। কয়েকটি মামলায় তার অব্যাহতি মিলেছে। হাইকোর্টের নির্দেশে কয়েকটি মামলার কার্যক্রম স্থগিত হয়েছে এবং কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

হলফনামায় এ্যানি জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে দায়ের করা গায়েবী মামলায় অজ্ঞাত পরিচয় আসামি হিসেবে তার নাম থাকতে পারে। তবে সেরকম তথ্য তার জানা নেই।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল আছে, দিশা নেই; তাই ব্যবহার করেও ব্যর্থ হচ্ছে অনেক এসএমই
পরবর্তী নিবন্ধতানিয়া রবের সম্পদ স্বামী আ স ম রবের ১৪ গুণ