এস কে সুর চৌধুরী ও শাহ আলমের ব্যাংক হিসাব তলব

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক মো. শাহ আলমের ব্যাংক লেনদেনের তথ্য জানতে চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের কেন্দ্রিয় গোয়েন্দা সেল দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০১৩ সাল থেকে হওয়া সব ধরনের লেনদেনের তথ্য জানাতে বলেছে। খবর বাসসের। এস কে সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মো. শাহ আলমের দুই স্ত্রী শাহীন আক্তার শেলী ও নাসরিন বেগম এবং তাদের সন্তানদের ব্যাংক লেনদেনের তথ্যও জানতে চাওয়া হয়েছে। পিপলস লিজিংয়ের অবসায়ন এবং প্রতিষ্ঠানটিতে সাধারন মানুষের আমানতের বিপুল পরিমাণ অর্থ তছরুপ হওয়ার ঘটনায় আলোচনায় আসেন তারা। পিপলস লিজিংয়ের বিপুল পরিমাণ অর্থ তছরুপ করে দেশের বাইরে চলে গেছেন প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)।এ ঘটনায় সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব থেকে শাহ আলমকে সরিয়ে দেয় কেন্দ্রিয় ব্যাংক। এনবিআরের সিআইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা সুর চৌধুরী ও শাহ আলমসহ পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য জানতে চাওয়ার সত্যতা বাসসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিপলস লিজিং ইস্যুতে তাদের নাম আলোচনায় আসায় তাদের লেনদেনের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে শিক্ষা নীতিতে নির্দেশনা থাকা দরকার
পরবর্তী নিবন্ধপ্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ