পটিয়ায় নতুন ২টি স্কুল ভবন পেল সৈয়দ আবদুল নুর (এস এ নুর) উচ্চ বিদ্যালয়। উপজেলার জিরি ইউনিয়নে ১৬শ’ শিক্ষার্থীর ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে নতুন ভবন পেয়ে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক মহল ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। আগামী ১৩ এপ্রিল নতুন এ দুটি ভবনের উদ্বোধন করবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ।
বহুতল ভবন উদ্বোধন উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মহিউদ্দীন আনসার। গত শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি বলেন, ১৯৬৬ সালে উক্ত বিদ্যালয়টি সৈয়দ আবদুল নুর প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর সাথে তার সর্ম্পক ভালো থাকায় ১৯৭৪ সালে উক্ত বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিদর্শনে আসেন এবং বঙ্গবন্ধুর বেতনের ৫ হাজার টাকা তৎকালীন বঙ্গবন্ধুর পিএস ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফরাস উদ্দীনের মাধ্যমে প্রদান করেন। এ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণের জন্য সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মরহুম আফছারুল আমিন শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করেন। ফলে বিদ্যালয়ের ২ পাশে ২টি বহুতল ভবন প্রতিষ্ঠা হয়। আগামী ১৩ এপ্রিল ভবন ২টির উদ্বোধন করবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, মোহাম্মদ সেলিম, প্রাক্তন শিক্ষার্থী তৌহিদ তুহিন, আনোয়ার হোসেন, মাসুদ, রাফি, তাইনু, সাদেক প্রমুখ।