ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা গত ৩ মে ঢাকাস্থ ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মো. মিজানুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এস এম সাইফুল আলমকে মহাসচিব, সাধারণ সম্পাদক মো. শওকত আলীকে সাংগঠনিক ও প্রচার সচিব এবং প্রথম সহ–সভাপতি মো. নুরুল আবছারকে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা, দোয়া পাঠ ও এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেডারেশনের শুল্ক ও প্রশিক্ষণ সচিব মো. ফারুক আলম, আন্তর্জাতিক বিষয়ক সচিব এমদাদুল হক লতা, নির্বাহী সদস্য মো. উবায়দুল হক আলমগীর, খায়রুজ্জামান মধু, মহসিন মিলন, সমন্বয়কারী দেলোয়ার হোসেন দিলুসহ হিলি, বিলোনিয়া, আখাউড়া সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।