এস এম ফজলুল হকের মাতার জানাজা ও দাফন সম্পন্ন

| রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ও চাকসুর সাবেক ভি.পি মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের মাতা মাহফুজা খাতুনের নামাজে জানাজা গতকাল শনিবার সকাল ১১.৩০টায় হাটহাজারীর অক্সিজেন সংযোগ সড়ক স্টেশন ময়দানে অনুষ্ঠিত হয়। জানা যায় হাটহাজারী, বায়েজিদ এলাকাসহ পার্শ্ববতী বিভিন্ন এলাকার সর্বস্তরের জনসাধারণের বিপুল অংশগ্রহণ করেন। নামাজে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম চেম্বারের প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ, বিজিএমইএ নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নেতৃবৃন্দ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নেতৃবৃন্দ, সিএন্ডএফ এসোসিয়েশন নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ, বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজত ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, এবি পার্টি, সাবেক জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরিবারের পক্ষে এস এম ফজলুল হক নামাজে উপস্থিত সকলের উদ্দেশ্যে দোয়া কামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রামরে বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা অছিয়র রহমান আল কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ফাউন্ডেশনের ডিজির সঙ্গে জমিয়তুল ফালাহ মসজিদের মুসল্লিদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধকানাইমাদারী কাদেরীয়া মাদ্রাসার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত