জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজিদ একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস.এম ফজলুল হক নির্বাচন কমিশনে হলফনামা দাখিল করেছেন। হলফানামায় পেশা উল্লেখ করেছেন ব্যবসা। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেন এম.এ (ইতিহাস)। আয়ের উৎস হিসেবে ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৪৬৭ টাকা। এস.এম ফজলুল হক অস্থাবর সম্পত্তির নিজ নামে নগদ দেখিয়েছেন ১ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমাকৃত অর্থের পরিমাণ উল্লেখ করেন ৪২ লাখ ৪৮ হাজার ৯০৩ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এঙচেঞ্জে তালিকাভূক্ত ও তালিকাভূক্ত নয় এমন কোম্পানির শেয়ার নিজ নামে বর্তমান মুল্য ৭৩ লাখ ৭৫ হাজার ৩৮৬ টাকা। এছাড়া বাস, ট্রাক, মোটরযান, মোটরসাইকেল অধিগ্রহণকালে নিজ নামে মূল্য দেখিয়েছেন ৫৫ লাখ ৬০ হাজার টাকা, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গহনা নিজ নামে অধিগ্রহণকালে ৩০ ভরির মূল্য উল্লেখ করেছেন ৪৫ হাজার টাকা। নিজ নামে ইলেকট্রনিক পণ্য অধিগ্রহণকালে মূল্য উল্লেখ করেছেন ৯৫ হাজার ৫০০ টাকা, নিজ নামে আসবাবপত্রের মূল্য দেখান ১ লাখ টাকা, অন্যান্য (উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ও বিদেশি রেমিটেন্স/ব্যবসা পুঁজি) আয় নিজ নামে ১৮ কোটি ৩ লাখ ৩৫ হাজার ৫৪৭ টাকা, নিজ নামে বিদেশে থাকা অন্যান্য অস্থাবর সম্পদের মূল্য দেখিয়েছেন ৬ কোটি ১২ লাখ ১৬ হাজার ৮৯০ টাকা। বর্তমানে নিজ নামে থাকা অস্থাবর সম্পদের বর্তমান মুল্য দেখিয়েছেন ২৬ কোটি ৮১ লাখ ২ হাজার ২২৬ টাকা। এছাড়া হলফনামায় এস.এম ফজলুল হক স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে থাকা অকৃষি জমির অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৮৮ লাখ ৩৪ হাজার ২৭৯ টাকা, নির্ভরশীলদের নামে দেখান ১ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকা। নিজ বাড়ি বা অ্যাপার্টমেন্টের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ১০ লাখ টাকা, স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে বর্তমান আনুমানিক মূল্য দেখিয়েছেন ৯৮ লাখ ৩৪ হাজার ২৭৯ টাকা। এস.এম ফজলুল হক হলফনামায় নিজ নামে ১৮ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৭৭৮ টাকা ব্যাংক ঋণ আছে বলে উল্লেখ করেন। এছাড়া মেয়ের নামে ব্যাংক ঋণ আছে ১ কোটি ৩৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা।












