এস.এম. নুরুল হক রিমা ট্রাস্টের চেয়ারম্যান পুনঃ নির্বাচিত

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

এস.এম. নুরুল হক রিসার্চ ফর অ্যাডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট একাডেমী ট্রাস্টের ২০২০-২০২২ সালের জন্য পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল চকবাজারস্থ রিমা ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের নির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যগণ হলেন- মোহাম্মদ গোলাম হোসেন (ভাইস চেয়ারম্যান), অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহ (সেক্রেটারি), ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম (ট্রেজারার) ও সদস্যবৃন্দ অধ্যক্ষ ড. রেজাউল কবির, প্রফেসর ড. নু.ক.ম. আকবর হোসেন, এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, অধ্যাপক বাহার উদ্দিন মো. জোবায়ের ও প্রফেসর জোবাইদা নাসরিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনজুমানে আশেকানে মদিনার আলোচনা সভা আজ
পরবর্তী নিবন্ধমৃণাল কান্তি দাশ স্মরণসভা