এস আলম পরিবারের আরও ২,৯৭০ শতাংশ জমি জব্দের আদেশ

| বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা পাওয়া চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের আরও ২ হাজার ৯৭০ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনদুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। খবর বিডিনিউজের।

কমিশনের উপপরিচালক মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা তাহাসিন মুনাবীল হক এস আলম পরিবারের ৯০ বিঘা বা ২ হাজার ৯৭০ শতাংশ স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন, যার দলিল মূল্য ৩২ কোটি ১০ টাকা। আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সময় দেখা যায়, তারা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশেবিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, এস আলম ও তার পরিবারের সদস্যরা স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে স্থাবর সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা দুরুহ হয়ে পড়বে। এজন্য স্থাবর সম্পত্তি জরুরি ভিত্তিতে ক্রোক বা জব্দ করা প্রয়োজন বলে মনে করছে দুদক।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা কোটি টাকার মালামাল উদ্ধার
পরবর্তী নিবন্ধভান্ডালজুড়ি প্রকল্পের পানির চাহিদা নেই, পুরোদমে চালু করা যাচ্ছে না