এস আলম গ্রুপের নাম ভাঙিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নাম ভাঙিয়ে প্রতারণা করার অভিযোগে মো. রেজাউল করিম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পাহাড়তলী থানা পুলিশ রেজাউল করিম নামে ওই প্রতারককে গ্রেপ্তার করে। তিনি নিজেকে কোম্পানির কথিত গ্রুপ ব্যাংকের অফিসার ইনচার্জ বলে পরিচয় দিতেন। তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ফইল্যাতলী শাখায় প্রতারণা করতে গিয়ে আটক হন রেজাউল। তিনি সেখানে ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি ও বদলি করে দেবেন বলে আশ্বাস দিয়ে টাকা দাবি করেন। তার আচরণ সন্দেহজনক হলে এস আলম গ্রুপের প্রধান কার্যালয়ে তার সম্পর্কে খোঁজ নেন স্থানীয় ব্যাংকটির দায়িত্বশীল কর্মকর্তা। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। তার বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড়তলী থানায় মামলা করেন এস আলম গ্রুপের প্রশাসন বিভাগের নির্বাহী মো. হোসেনুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধমুরগি আগে না ডিম?
পরবর্তী নিবন্ধপেনশনারদের কষ্ট লাঘবে হয়েছে ওয়ান স্টপ সার্ভিস