এস আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা

দেড় হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ

| বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, মামলায় তাদের বিরুদ্ধে প্রায় দেড় হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, কমিশনের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাদী হয়ে সংস্থাটির সমন্বিত কার্যালয় ঢাকা১ এ মামলা দুটি করেছেন। সাইফুল আলমের বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি ৭৯৬ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। আরেক মামলায় ফারজানা পারভীনের বিরুদ্ধে ৭৪৩ কোটি ৫৭ লাখ ১ হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক।

দুদকের অনুসন্ধান ও মামলা দায়েরের বিষয় নিয়ে এস আলম গ্রুপের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খবর বিডিনিউজের।

গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলে পর এস আলম গ্রুপের অর্থ কেলেঙ্কারির অভিযোগে দুদকের অনুসন্ধানে গতি পায়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান নিয়ে পাঁচ মাস আগে হাই কোর্টের দেওয়া স্বপ্রণোদিত রুল খারিজ করে আপিল বিভাগ। এরই মধ্যে ইসলামী ব্যাংকের অর্থ কেলেঙ্কারির ঘটনায় এস আলমের ছেলে ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমকে আসামি করে তিনটি মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমৃত শ্বশুরকে দেখতে যাওয়ার পথে মসজিদের ইমামকে অপহরণ
পরবর্তী নিবন্ধঅলংকার ও একে খানে চার বাস কাউন্টারকে জরিমানা