এস আলম ও তার পরিবার সংশ্লিষ্ট ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

| বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১০:২৬ পূর্বাহ্ণ

ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট ১১ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেনবেলাল আহমেদ, ফসিহল আলম, সাজেদা বেগম, মাহমুদুল আলম, মো. মোস্তান বিল্লাহ আদিল, আতিকুর নেতা জেনি, লুৎফুন নাহার, আলহাজ চেমন আরা বেগম, মায়মুনা খানম, বদরুননেসা আলম ও শারমিন ফাতেমা। খবর বাসসের।

আবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানকালে জানা যায় যে যেকোনো সময় দেশ হতে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে বিদেশে অবস্থান নিবেন।

অনুসন্ধানকালে তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্যউপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ দুরূহ হয়ে পরবে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন ধরনের ফেব্রিক্স-টাইলসসহ ৯৩ লট পণ্য নিলামে
পরবর্তী নিবন্ধমিথ্যা ঘোষণায় বিদেশি মদ আমদানি খালাস চক্রের দুই সদস্য গ্রেপ্তার