খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামের তোলার ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। এক হাজার ৮৫০ কোটি টাকার ঋণ আদায়ে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের নামে ঋণ নেয়ার সময় দেওয়া জামানত সম্পত্তি আগামী ২০ নভেম্বর নিলামে তোলা হবে। অবশ্য জামানত হিসেবে ব্যাংকে বন্ধক রাখা সম্পত্তির আর্থিক মূল্য ৩৫৮ কোটি টাকা। যা খেলাপি ঋণের ৫ গুণ কম। তবে এই প্রথম এস আলম গ্রুপের ঋণের বিপরীতে কোন সম্পত্তি নিলামে তোলা হচ্ছে। বিষয়টি নিয়ে ব্যাংকপাড়াসহ সর্বত্রই ব্যাপক আলোচনা চলছে। সূত্র জানিয়েছে, এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের নামে ২০১২ সালে সাধারণ বীমা ভবনস্থ জনতা ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখা থেকে ৬৫০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। ঋণের বিপরীতে চট্টগ্রাম এবং গাজীপুরে ১৮৬০ শতাংশ জমি বন্ধক দেওয়া হয়। ইতোমধ্যে এস আলম গ্রুপের ঋণটি খেলাপি ঋণে পরিণত হয়েছে। সুদে–আসলে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে এক হাজার ৮৫০ কোটি টাকা। এই টাকা আদায়ের জন্য জনতা ব্যাংক গত শুক্রবার পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। যাতে চট্টগ্রাম এবং গাজীপুরের ব্যাংকে বন্ধক দেওয়া জমি বিক্রি করার জন্য নিলাম আহ্বান করা হয়েছে। আগামী ২০ নভেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। এই সম্পত্তির বাজারমূল্য সর্বোচ্চ ৩৫৮ কোটি টাকা বলে ব্যাংক সূত্র জানিয়েছে।
জনতা ব্যাংকের একজন কর্মকর্তা জানান, এ সম্পত্তি বিক্রি করে খেলাপি ঋণ পুরোপুরি আদায় করা সম্ভব নয়। বকেয়া বাকি টাকা আদায়ে আরও আইনি পদক্ষেপের প্রয়োজন হতে পারে। অর্থঋণ আইনের ১২(৩) ধারা অনুযায়ী ব্যাংক মামলা করার আগেই জামানতের সম্পত্তি বিক্রি করে টাকা আদায় সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।