এস আলমের ছেলেসহ ১২ জনকে দুদকে তলব

এক বিলিয়ন ডলার পাচার

| মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে। সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস এবং অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করছে দুদক। খবর বিডিনিউজের।

এর অংশ হিসেবে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম ও ব্যাংকের ১১ কর্মকর্তার বক্তব্য জানতে গতকাল সোমবার দুদকের উপপরিচালক আবু সাঈদ চিঠি দিয়েছেন। কমিশনে হাজির হয়ে তাদের বক্তব্য দিতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক আবু সাঈদ চিঠি পাঠানোর তথ্য দিলেও এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা ব্যক্তিদের বিরুদ্ধে মোনিকো ফার্মা লিমিটেডের অনুকূলে ১০০ কোটি টাকা ঋণ বা বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। চিঠিতে তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং টিআইএনসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

এস আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, ঢাকা সেন্ট্রাল জোনের এসভিপি মো. নাজমুল হুদা সিরাজী, সাবেক ভাইস প্রেসিডেন্ট দিলরুবা হায়াত, এফএভিপি মো. আবু হানিফ, এসপিও শরিফুল ইসলাম এবং নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ মোহাম্মদ কাশেমকে ২৬ ফেব্রুয়ারি তলব করা হয়েছে।

অপরদিকে নির্বাহী কমিটির সদস্য জামাল মোস্তফা চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. সারওয়ার হোসেন, ইভিপি মো. শামসুদ্দোহা ও মীর রহমত উল্লাহ, এসইভিপি আবু সাঈদ মো. ইদ্রিস ও ডিএমডি কাজী মো. রেজাউল করিমকে তলব করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি। এর আগে গত ১ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মনিরুল মওলাসহ ২৫ জনকে গত ৫, ৬ ও ৯ ফেব্রুয়ারি তিনটি পৃথক তারিখে জিজ্ঞাসাবাদ করে দুদক।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবন্ধ করার এক মাসের মধ্যে সচল অবৈধ ৩ ইটভাটা