বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান গত ২৫ ডিসেম্বর নগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী সভাপতি পণ্ডিত বিজয় শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব লায়ন ড. শ্রীরাম আচার্য্য। প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যাংকার দেশপ্রিয় চৌধুরী বিনয়। প্রধান বক্তা ছিলেন নোয়াপাড়া কলেজের সাবেক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় মহাসচিব এস.কে আচার্য্য শ্যামল। বিশেষ অতিথি ছিলেন লায়লা কবির কলেজের প্রভাষক রূপন দাশ, সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টা হারাধন শর্মা ও দুলাল বড়ুয়া। শুরুতে গীতাপাঠ করেন অতীন্দ্রিয় আচার্য তীর্থ। অনুষ্ঠানে এশীয় জ্যোতিষ সম্মেলন–২৪ এর পদকপ্রাপ্তদের সম্মাননা স্মারক প্রদান ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবীন সদস্যদের বরণ করা হয়। আরো উপস্থিত ছিলেন রতন আচার্য্য, দ্বিজরাজ আচার্য্য, জনি আচার্য্য, লায়ন রিমন মুহুরী, চন্দ্ররাজ আচার্য্য, সুজিত আচার্য্য, কানুরাম আচার্য্য, লায়ন দোলন আচার্য্য, লায়ন সুমন চক্রবর্তী, লায়ন জুয়েল আচার্য্য, পণ্ডিত সুজন আচার্য্য, জে.কে শর্মা, কৃষ্ণপদ আচার্য্য, বিপ্লব আচার্য্য, প্রদীপ আচার্য্য, মরনজিত আচার্য্য, দীপ্তি রানী দাশ, অমিত আচার্য্য, নয়ন আচার্য্য, অপু আচার্য্য, দেবানন্দ আচার্য্য, অজয় আচার্য্য প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশপ্রিয় চৌধুরী বিনয় বলেন, জ্যোতিষ শাস্ত্র গবেষণা কেবল আমাদের বাংলাদেশ নয়, বহির্বিশ্বেও গবেষণা চলে। এ শাস্ত্রকে কেউ বিজ্ঞান, কলা বা বিশ্বাস বলে অভিহিত করেন। মূলত নভোমণ্ডলের চন্দ্র, সূর্য, নদীর জোয়ার–ভাটার ওপর নির্ভর করে, তিথি–লগ্ন বিচার করে জ্যোতিষীরা কাজ করেন। এস্ট্রলজার্স সোসাইটির পেশাগত দায়িত্ব পালনসহ সামাজিক ও মানবিক কাজও করে চলেছে। প্রেস বিজ্ঞপ্তি।