এস্ট্রলজার্স সোসাইটির মতবিনিময় সভা

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব ড. শ্রীরাম আচার্যের সাথে বান্দরবানের বিভিন্ন উপজেলার নবাগত এস্ট্রলজাস সদস্যদের মতবিনিময় সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান উ খাইং থোয়াই মারমা সভাপতিত্বে পন্ডিত সুমন চক্রবর্তীর পরিচালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, ইন্দা সারা মহাথেরো, অং ছিং মার্মা, চন্দ্র হংস চাকমা জোসেফ, ক্যসিং মারমা, রাজা মারমা, বট কৃষ্ণ আচার্য্য, দিলীপ রাজিব প্রমূখ। শেষে বান্দরবানের নতুন সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাবলুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধভাসানচর থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না ১৯ রোহিঙ্গার