এসো হে বৈশাখ

শাহীন ফেরদৌসী রুহী সুলতানা | বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

এসো হে বৈশাখ

ধুয়ে মুছে নাও শত জরা পাপ

দূর করে দাও জীর্ণ শীর্ণ খরা তাপ।

সৃষ্টির নবরূপে এসো

এসো হে বৈশাখ।

তোমার আগমনে আশীষ

হোক ধরা

সৃষ্টির উল্লাসে কাঁপুক বসুন্ধরা।

বিধৌত হোক তোমার বারিধারায়

হাসুক সূর্য নবীন রূপ ছায়ায়,

সুন্দর সুশীলকে বয়ে নিয়ে এসো

এসো হে বৈশাখ।

ছিন্নভিন্ন করো সব জঞ্জাল

এসো ধুমকেতু,এসো মহাকাল।

বাজুক দিকে দিকে মঙ্গল শাঁখ

এসো, এসো হে বৈশাখ।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখের আনন্দ জোয়ার
পরবর্তী নিবন্ধনববর্ষের আলিঙ্গন