‘এসো মানুষের জন্য কিছু করি’ বায়েজিদে ছিন্নমূল শিশুরা পেল শীতবস্ত্র

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

মানবিক সংগঠন ‘এসো মানুষের জন্য কিছু করি’র সহযোগিতায় এবং চ বি অধ্যাপক রেজাউল করিমের উদ্যোগে নগরীর বায়েজিদ লিংক রোড সুপারি বাগান সংলগ্ন ছিন্নমূল এলাকায় সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।এ সময় চবি জামাল নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম , ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্টার ড. ডেভিড ডেলান , নোমান উল্লাহ, ফরিদ আলম , নেছার আহমেদ খান , ওবাইদুর রহমান , উত্তম কুমার আচার্য , সজল কান্তি চৌধুরী , মুজিবুল্লাহ তুষার , ফুলকলির জিএম এম এ সবুর, মনিকা রানী ধর প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,করোনার শুরু থেকেই মানুষের জন্য কাজ করছেন অধ্যাপক রেজাউল করিম। এর মধ্যে চবি শিক্ষার্থীদের সহায়তা প্রদান, খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ, ভ্যাকসিন নিবন্ধন বুথ স্থাপন। শীতবস্ত্র অনুষ্ঠানে বক্তারা শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাটিরহাট স্কুলের এসএসসি ৬৯ ব্যাচের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন