এসোসিয়েশন অব এলাইন্স ইন্টারন্যাশনাল ক্লাব চট্টগ্রাম ডিস্ট্রিক্টের ১০২৪ ব্যবস্থাপনায় গত মঙ্গলবার নগরীর জিইসি ওয়েল পার্ক রেসিডেন্সের কনফারেন্স রুমে ইন্টারন্যাশনাল এলাইন্স বোর্ড মিটিং ও কনফারেন্স বাংলাদেশ ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি ছিলেন এসোসিয়েশন অব এলাইন্স ইন্টারন্যাশনাল ক্লাবসের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এলাই ভি এম রাও।
বিশেষ অতিথি ছিলেন এসোসিয়েশনের ইমিডিয়েট ফাস্ট প্রেসিডেন্ট এলাই অবিনাশ অহরী, ফাস্ট ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এলাই বি ট্রিপাথি রাজো, ইন্টারন্যাশনাল সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট এলাই আর মাথিবানান, ইন্টারন্যাশনাল থার্ড ভাইস প্রেসিডেন্ট এলাই আর কে সেঙেনা।
ইন্টারন্যাশনাল ডিরেক্টর ও চট্টগ্রাম ডিস্ট্রিক্ট গভর্নর এলাই এম জাফর উল্লাহর সভাপতিত্বে ও ইয়থ ভয়েসের রিপ্রেজেন্টেটিভ সায়মা করিমের সঞ্চালনায় কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, টুরিস্ট পুলিশের ডিআইজি মোহাম্মদ মুসলিম, চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসার পরিচালক আবু সাঈদ, জেলা পাবলিক প্রসিকিউটর চট্টগ্রাম জেলা আদালত শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন, ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী।
এছাড়া আয়োজকদের মধ্যে এলাই ইলিয়াস সিরাজী, এস এম আজিজ, ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, মেজবাহ উদ্দিন, ইউসুফ খাঁন, অ্যাডভোকেট ফয়েজুর রহমান চৌধুরী, এস এম আকাশ ও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।