এসোসিয়েশন ফর কমিন্যুটি ডেভেলপমেন্টের এডভোকেসি সভা

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা ও মানবাধিকার রক্ষায় প্রয়োজন জিওএনজিও সমন্বয়। গতকাল রোববার এসোসিয়েশন ফর কমিন্যুটি ডেভেলপমেন্টের (এসিডি) উদ্যোগে বাস্তবায়নাধীন ‘ফস্টারিং রেসিলিয়েন্স এন্ড কমিউনিটি এনগেজমেন্ট ফর ইন্টারনাল মাইগ্র্যান্টস ওয়ার্কার্স এন্ড ফ্যামিলিস’ প্রকল্পের আয়োজনে সরকারি বিভিন্ন দপ্তর ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সাথে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে অনুষ্ঠিত এডভোকেসি সভায় বক্তারা এমন মন্তব্য করেন। অভ্যন্তরীণ অভিবাসীদের জন্য সামাজিক নিরাপত্তা পরিষেবা প্রাপ্তি নিশ্চিতে বিভিন্ন পর্যায়ের অংশীজনের সম্পৃক্ততা বৃদ্ধি, সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা ও অভিবাসীদের ক্ষমতায়ন এবং সেবার প্রবেশাধিকারে প্রধান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তার সমাধানে ভূমিকা রাখার লক্ষ্যে আয়োজন করা হয় এই সভা।

অভ্যন্তরীণ অভিবাসী বিষয়ক এই এডভোকেসি সভায় প্রকল্প সমন্বয়কারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন। উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুল পাশা ভূঁইয়া ও জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনিন। সভায় বক্তারা বলেন, অভিবাসীদের অধিকার নিশ্চিতে তাদের জন্য সরকারিবেসরকারিভাবে যদি বিশেষ মনোযোগ দেয়ার সুযোগ থাকে তাহলে তা করতে হবে। কারণ তারা সুবিধা বঞ্চিত। তারা অস্থায়ী বিধায় কিছু সেবা প্রাপ্তির ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। সেবার স্বল্পতার কারণেও তারা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। যদি নীতিগত পরিবর্তনের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা যায় সে দিকে গুরুত্ব দিতে হবে। এই ক্ষেত্রে এসিডি’র উদ্যোগকে সাধুবাদ জানান আলোচকরা। বক্তারা আরো বলেন, ঠিক কি কি কারণে তারা অভিবাসিত হচ্ছে সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একজন স্থানীয় প্রশাসন কর্মকর্তা বলেন, সেবা গ্রহণের জন্য যে প্রক্রিয়া সেখানে অভ্যন্তরীণ অভিবাসীদের জন্য শিথিল করা যেতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা আবুল হোসাইন বদরীর ওরশ মাহফিল
পরবর্তী নিবন্ধকানু শাহ’র জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ৫ মার্চ