ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট কনভেশন গত শনিবার নগরীর ওয়েল পার্ক রেসিডেন্স অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ফাউন্ডার প্রেসিডেন্ট এলি ত্রিরুপাথি রাজু বুদা রাজু। প্রধান বক্তা ছিলেন ফাউন্ডাজর প্রেসিডেন্ট সি বালাচন্দ্রন। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর মো. জাফর উল্লাহ, ডিস্ট্রিক্ট গভর্নর মো. ইলিয়াছ সিরাজি, ডিস্ট্রিক্ট গভর্নর–১ এস এম আজিজ, ডিস্ট্রিক্ট গভর্নর ২ ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, কেবিনেট সেক্রেটারি মেজবাহ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. আরিফুল ইসলাম। এতে ডিস্ট্রিক্ট কেবিনেট ঘোষণা করা হয়। নতুন কেবিনেটের ২০২৪–২৫ ডিস্ট্রিক্ট গভর্নর এস এম আজিজ, ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর–১ ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর–২ ইউসুফ খান, কেবিনেট সেক্রেটারি ইয়াসমিন আরা চৌধুরী সোমা, কেবিনেট ট্রেজারার আখতার হোসেন এবং অ্যাডভাইজার মনোনীত হন আইনজীবী মো. ফয়জুর রহমান চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












