এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান জায়গা নিচ্ছেন শ্রীলঙ্কার শাম্মি সিলভার। দুই বছর এই পদে থাকবেন নাকভি। গত বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়ালি অনুষ্ঠিত মহাদেশীয় সংস্থার সদস্যদের বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে এসিসির নেতৃত্ব পরিবর্তন নিশ্চিত করা হয়েছে। নাকভির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপ আয়োজন। টুর্নামেন্টটির আয়োজক ভারত হলেও সেটি নিরপেক্ষ দেশে অনুষ্ঠিত হবে। ভারত–পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এক দেশ আরেক দেশে খেলতে যাচ্ছে না। এশিয়া কাপের মিডিয়া স্বত্ব বিক্রির সময় কয়েক মাস আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন নাকভিকে সিদ্ধান্ত নিতে হবে কোন নিরপেক্ষ দেশটি ছয় দলের এশিয়া কাপ আয়োজন করবে। সংযুক্ত আরব আমিরাত ফেভারিট। তবে শ্রীলঙ্কাও এই দৌড়ে রয়েছে। এদিকে নতুন দায়িত্ব পেয়ে নাকভি বলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিত্ব গ্রহণ করতে পেরে আমি ভীষণ সম্মানিত বোধ করছি। এশিয়া বিশ্ব ক্রিকেটের হৃদস্পন্দন হিসেবে রয়ে গেছে এবং খেলার প্রবৃদ্ধি এবং বৈশ্বিক প্রভাব ত্বরান্বিত করতে আমি সকল সদস্য বোর্ডের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। একসাথে আমরা নতুন সুযোগ উন্মোচন করব। বৃহত্তর সহযোগিতা গড়ে তুলব এবং এশীয় ক্রিকেটকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাব।
আমি বিদায়ী এসিসি সভাপতিকে তার নেতৃত্ব এবং তার কার্যকালকালে এসিসিতে অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।