এসির কাজ করার সময় পা পিছলে পড়ে মৃত্যু

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ৯:৫২ পূর্বাহ্ণ

ঢাকার গুলশান এলাকায় এসির কাজ করার সময় পাঁচতলা ভবন থেকে পড়ে রাউজানের এক যুবক মারা গেছেন। গত বুধবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। তার নাম সমরজিৎ বড়ুয়া (৪০)। তিনি রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নকুল মহলদার বাড়ির প্রয়াত সাধন বড়ুয়ার ছেলে। ঢাকার নর্দা এলাকায় ভাড়া বাসায় স্ত্রী পুত্র নিয়ে তিনি সেখানে থেকে এসির কাজ করতেন। কাজের সময় পাঁচতলা ভবনের উপর থেকে পা পিছলে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পাঁচ বছর বয়সী অর্নি বড়ুয়া ও তিনমাস বয়সী অর্পি বড়ুয়া নামের দুই কন্যা সন্তান রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ রাউজানের বাড়িতে দাহ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে সাম্বার হরিণ ধরে জবাই
পরবর্তী নিবন্ধআজ শিল্পকলায় দিনব্যাপী শৈলী লেখক সম্মিলন