এসির কম্প্রেসার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় এসির কম্প্রেসার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. জিহাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশনস্থ একটি বেসরকারি ব্যাংকের ভবনের বাইরে সানশেড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিহাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঘোনাইঘর ইউনিয়নের কাছারি কলা গ্রামের মো. শফিকুল ইসলাম গাজীর পুত্র। বর্তমানে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রশিদের পাড়ায় ভাড়া বাসায় থেকে ভাঙ্গারি (স্ক্র্যাপ) ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের তৃতীয় তলার সানশেডের উপর এসির কম্প্রেসার জড়িয়ে ধরে এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে যুবকের মরদেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো সময় এসির কম্প্রেসার চুরি করতে ভবনের তৃতীয় তলায় উঠে জিহাদ। এসি থেকে কম্প্রেসার খুলে নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজ্জাদ আমিন জানান, ফায়ার সার্ভিসের লোকজন এক যুবকের মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে ফোর্স পাঠিয়ে নিহত যুবকের মরদেহের সুরতহাল লিপিবদ্ধ করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে দিতে চাওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধমাজার-সংস্কৃতি ইসলামের অংশ, এর মাধ্যমে ধর্মীয় ঐক্য সৃষ্টি হয়