এসিড ভর্তি কন্টেনারে ধোঁয়া, বন্দরে আতংক

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ জুন, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে পুরানো একটি কন্টেনার থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনায় তীব্র আতংক ছড়িয়ে পড়ে। গতকাল দুপুর ১২টা নাগাদ কন্টেনারটি থেকে ধোঁয়া বের হতে দেখলে শ্রমিকেরা হুড়োহুড়ি শুরু করে। এই সময় অনেকেই নিরাপদ দূরত্বে সরে যায়। বিষয়টি জানতে পেরে বন্দর কর্তৃপক্ষ পুরনো এই কন্টেনারটি দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

বন্দর কর্মকর্তারা ওই কন্টেনারে এসিড জাতীয় পদার্থ রয়েছে বলে জানিয়েছেন। ২০১২ সাল থেকে কন্টেনারটি বন্দর জেটিতে পড়ে আছে। এই ধরণের কন্টেনারগুলো আলাদা করে বন্দরের ভেতরে অকশন গোলায় কাস্টমস কর্তৃপক্ষকে নিষ্পত্তির জন্য হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। দুপুরে বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে এক কর্মী পুরনো একটি কন্টেনার থেকে ধোঁয়া উঠতে দেখেন। এরপর আমরা দ্রুত সেটি সরিয়ে ফেলি। বন্দরের অভ্যন্তরে স্বাভাবিক কাজকর্ম চলছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসিএন্ডএফের কর্মবিরতিতে দিনভর স্থবির কাস্টমস
পরবর্তী নিবন্ধরাসায়নিক পণ্য যথাসময়ে খালাস করে না নিলে নিলামে বিক্রি