এসিআই প্রিমিও প্লাস্টিক ডিলার সম্মেলন

| রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

রাজধানীর তেজগাঁওতে অবস্থিত এসিআই সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের দ্রুত বর্ধনশীল প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই প্রিমিও প্লাস্টিকের বার্ষিক ডিলার সম্মেলন। মহামারী পরিস্থিতির কারণে এক বছর বিরতির পর এসিআই প্রিমিও প্লাস্টিকস জাতীয় পর্যায়ের ডিলারদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।
সম্মেলনে মোট ৩৩০ জন ডিলার উপস্থিত ছিলেন এবং তাঁদের মধ্যে থেকে ২০২০-২০২১ অর্থ বছরে কোম্পানিতে অসামান্য অবদানের জন্য শীর্ষ ডিলারদের পুরস্কৃত করা হয়। সম্মেলনে ২০২৫-এর জন্য ভবিষ্যৎ পরিকল্পনা এবং ২০২১-২০২২ অর্থ বছরের কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়। একইসাথে অনুষ্ঠানে এসিআই প্রিমিও প্লাস্টিক ৬টি নতুন পণ্য প্রদর্শন করে। ডিলাররা প্রিমিও প্লাস্টিকের নতুন খেলনা এবং ফার্নিচারের নতুন ক্যাটাগরি সম্পর্কে জানতে পারে। প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. এফ এইচ আনসারী এবং এসিআই প্রিমিও প্লাস্টিকস লিমিটেডের বিজনেস ডিরেক্টর প্রদীপ কুমার পোদ্দারসহ এসিআই প্রিমিও প্লাস্টিকসের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে ৩৪০০ ইয়াবাসহ আটক ২
পরবর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় ওরশ ২২ জানুয়ারি