এসপিএল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রগতি যুব গোষ্ঠী

ওমর ফয়সাল, সন্দ্বীপ প্রতিনিধি | শুক্রবার , ২ মে, ২০২৫ at ৩:৫০ অপরাহ্ণ

সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সন্দ্বীপ প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে প্রগতি যুব গোষ্ঠী। বৃহস্পতিবার দুপুর দুটায় সন্দ্বীপের রহমতপুর সাগর পাড়ে অবস্থিত আরপিএল মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বীপ ভাইকিংস বনাম প্রগতি যুব গোষ্ঠী।

নবগঠিত সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এসপিএল নামের এ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচসহ মোট ৩১ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে নগদ এক লক্ষ টাকা ও রানার্সআপ দলের জন্য ৬০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। এছাড়া প্রতিটি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচের জন্য ছিল আকর্ষণীয় নগদ আর্থিক পুরষ্কার। এছাড়া প্রতি ম্যাচে গেইম চেইঞ্জারের জন্য ছিল ক্রেস্ট ও জার্সি।

ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার সদস্য আ.স.ম শওকত আকবর তালুকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির আহবায়ক রিগ্যান চাকমা। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম সফিকুল আলম চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবদুল আলীম, বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আকতারুজ্জামান সুজন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সেক্রেটারি ও ক্রীড়া সংস্থার সদস্য ওমর ফয়সাল, সন্দ্বীপ ক্রিকেট একাডেমির পরিচালক ও ক্রীড়া সংস্থার সদস্য আরিফুল আলম খালেদ।

অনুষ্ঠানে বক্তারা সন্দ্বীপ ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির খুব অল্প সময়ে সন্দ্বীপের ইতিহাসে এত বড় প্রাইজমানির টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। সন্দ্বীপ ক্রীড়া সংস্থা যেন ফুটবল, ক্রিকেট, ভলিবল, সাতার, ব্যাডমিন্টন, দাবাসহ বিভিন্ন ইভেন্ট গুলো আয়োজন করতে দ্বীপের প্রবাসী বিশেষ করে ইউএসএ প্রবাসীদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

পূর্ববর্তী নিবন্ধআবারও চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত যুবক
পরবর্তী নিবন্ধটিইউসি চট্টগ্রাম জেলার উদ্যোগে মে দিবস উদযাপন