স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড রিসার্চ) ডা. মুনশী মো. ছাদুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেই স্বাস্থ্যখাতে দেশ অনেকদূর এগিয়ে গেছে। তার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এখনো পর্যন্ত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। নির্দিষ্ট সময়ে করোনা ভ্যাকসিন পাওয়ায় দেশ অনেকটা ঝুঁকিমুক্ত হয়েছে। তাই ২০৩০ সালের মধ্যে এসডিজির গোল অর্জনসহ ঘরে ঘরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
গতকাল রোববার সকাল ১১টায় নগরীর কোতোয়ালী থানাধীন লয়েল রোডস্থ চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সার্বজনীন স্বাস্থ্য কভারেজ (ইউএইচসি), চতুর্থ এইচপিএনএসপির অগ্রাধিকার এবং নীতি’ সম্পর্কিত দু’দিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে ও কোভিড-১৯ ইনভেস্টিগেশন কর্মকর্তা ডা. সাবিজা ইয়াছমিনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. শরীফুল হাসান, ডা. মোহাম্মদ হারুন-অর রশিদ, ডা. আনোয়ার সাদাত ও ডা. আরফাতুর রহমান।
বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কামরুল আযাদ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ ও চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। প্রেস বিজ্ঞপ্তি।