এসজিসিসিপি নাইট গল্ফ টুর্নামেন্টের সমাপনী পতেঙ্গার শাহীন গল্্ফ এন্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঘাঁটি এয়ার অধিনায়ক, বা বি বা ঘাঁটি জহুরুল হক ও প্রেসিডেন্ট শাহীন গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গা এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল–মামুন। টুর্নামেন্টে ২৬ জন মহিলা সহ মোট ১৬৯ জন গল্ফার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এবিএন ফর্মুলেসন এন্ড ট্রেনিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান সিফাত আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবিএন ফর্মুলেসন এন্ড ট্রেনিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নাভিন আনোয়ার এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, গণ্যমান্য অসামরিক ব্যক্তিবর্গ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।
টুর্নামেন্টে বিজয়ীরা হলেন: উইনার : স্কোয়াড্রন লীডার মো. ফাবে–উজ–জামান,বেস্ট গ্রস : লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল ইসলাম,রানার আপ : মো. গিয়াস উদ্দিন,২য় রানার আপ : কমান্ডার জাবেদুর রহিম,লেডিস উইনার : মিসেস আইরিন সুলতানা,লেডিস বেস্ট গ্রস : মিসেস কামরুন নেছা এহসান,নেয়ারেস্ট টু দ্যা পিন : স্কোয়াড্রন লীডার সাদমান জয়।











