এসকেএস কারাতে চ্যাম্পিয়নশিপে সোতোকান কারাতে স্কুল দলের সাফল্য

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

এসকেএস আয়োজিত এসকেএস কারাতে চ্যাম্পিয়নশিপ গত ৩০ জুলাই চট্টগ্রাম নগরীর ত্রিধারা ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম দল ১৫টি পদক জয় করে দারনি সাফল্য লাভ করে। এই পদকের মধ্যে ৬টি রৌপ্য ও ৯ টি তাম্র পদক অর্জন করে সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম দল। পদক প্রাপ্তরা হলেননাদিরা, সামিয়া, নুরজাহান, জান্নাত, নাঈম, আজগর, আদনান, ওয়াসিম, বেলাল, হাসান, মানিক, গিয়াস, মাহি, কামাল, রুবেল। রেফারির দায়িত্বে ছিলেন আব্দুল হান্নান (কাজল). এম সালাহ উদ্দিন খোকন, মোঃ ওয়াসিম, মোঃ রুবেল।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট গ্রুপ প্রিমিয়ার ফুটবল লিগ সম্পন্ন
পরবর্তী নিবন্ধলাওসে আফিদাদের দুই লক্ষ্য