এসকেএস আয়োজিত এসকেএস কারাতে চ্যাম্পিয়নশিপ গত ৩০ জুলাই চট্টগ্রাম নগরীর ত্রিধারা ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম দল ১৫টি পদক জয় করে দারনি সাফল্য লাভ করে। এই পদকের মধ্যে ৬টি রৌপ্য ও ৯ টি তাম্র পদক অর্জন করে সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম দল। পদক প্রাপ্তরা হলেন– নাদিরা, সামিয়া, নুরজাহান, জান্নাত, নাঈম, আজগর, আদনান, ওয়াসিম, বেলাল, হাসান, মানিক, গিয়াস, মাহি, কামাল, রুবেল। রেফারির দায়িত্বে ছিলেন আব্দুল হান্নান (কাজল). এম সালাহ উদ্দিন খোকন, মোঃ ওয়াসিম, মোঃ রুবেল।