বাফুফে এবার আসন্ন পাকিস্তান এসএ গেমসে পুরুষের পাশাপাশি নারী দলকেও পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে দলীয় ডিসিপ্লিনের সভায় বাফুফে তাদের অবস্থান ব্যক্ত করে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট কমিটির সদস্য সচিব একে সরকার বলেন, ‘ফুটবল এবার দুই দলই পাঠাতে চায়। নারী ফুটবল দল টানা দুই বার দক্ষিণ এশিয়ার সেরা। আমরা গেমসেও তাদের কাছ থেকে স্বর্ণ পদকই আশা করি।’ গতকাল বিওএ ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডি, ভলিবল, হ্যান্ডবল, রাগবি ও বাস্কেটবল ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেন। অন্য সাত ফেডারেশনের কর্মকর্তা থাকলেও দুই শীর্ষ ফেডারেশন বাফুফে ও বিসিবি একজন এক্সিকিউটিভ পাঠিয়েছে। বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের ম্যানেজার জামাল বাবু বলেন, ‘গত আসরে নারী ও পুরুষ দুই বিভাগেই আমাদের স্বর্ণ ছিল। এবারও সেই লক্ষ্যে প্রস্তুতি থাকবে। আমরা বিওএ’র কাছে অনুরোধ করেছি কোচিং স্টাফের সংখ্যা যেন বৃদ্ধি করার।’ বিসিবির মতো বাফুফেও কোচিং স্টাফের পাশাপাশি খেলোয়াড় সংখ্যা বাড়ানোর দাবি করেছে। আন্তর্জাতিক ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের হলেও গেমসে সেটা হয় ২০ জনের।