এসএস ও সানরাইজ একাডেমির জয়

মেয়র কাপ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট

| মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের ব্যবস্থাপনায় ইকুইটি মেয়র কাপ অনূর্ধ্ব১৪ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এসব খেলায় এসএস ক্রিকেট একাডেমি এবং সানরাইজ ক্রিকেট একাডেমি জয়লাভ করে। গতকাল দিনের প্রথম খেলায় এসএস ক্রিকেট একাডেমি ১১২ রানে ইনফিনিটি একাডেমিকে পরাজিত করে। আগে ব্যাট করে এসএস ক্রিকেট একাডেমি ৫ উইকেট হারিয়ে ২০৪ রান করে। জবাবে ইনফিনিটি ৯২ রান তুলে সবাই আউট হয়ে যায়। এতে ম্যান অব দ্যা ম্যাচ হয় এসএস ক্রিকেট একাডেমির অনুরাথ। তার হাতে পুরস্কার তুলে দেন এসএস ক্রিকেট একাডেমির হেড কোচ কাজল দেব নাথ। দিনের দ্বিতীয় খেলায় সানরাইজ ক্রিকেট একাডেমি ৫৪ রানে বন্দর স্পোর্টস কমপ্লেক্স একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে সানরাইজ ক্রিকেট একাডেমি ১৭৮ রান করে। জবাবে বন্দর স্পোর্টস কমপ্লেঙ সব উইকেট হারিয়ে ১২৪ রান তোলে। ম্যান অব দ্যা ম্যাচ সানরাইজ ক্রিকেট একাডেমির ওয়াহিদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার সানরাইজ ক্রিকেট একাডেমির হেড কোচ মাহাবুবুল করিম মিঠু।

পূর্ববর্তী নিবন্ধঅধিনায়কত্বের চাপ নিয়ে ভাবছেন না লিটন
পরবর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিস আয়োজিত অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী