চট্টগ্রামস্থ এসএসসি ১৯৯৯ ব্যাচের আয়োজনে ঈদ পুনর্মিলনী গত ৭ জুলাই নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলাদাভাবে তুলে ধরা হয় উদ্যোক্তা নারীদের সংগ্রামের গল্প ও পরিচিতি। এছাড়াও আনন্দ উদযাপনের পাশাপাশি ক্যান্সার আক্রান্ত ও আর্থিকভাবে অসচ্ছল শামীম নামে এক বন্ধুর জীবন বাঁচাতে চিকিৎসা সহায়তায় তহবিল সংগ্রহের জন্য র্যাফেল ড্রয়ের মাধ্যমে অর্ধলক্ষাধিক টাকা উত্তোলন করা হয়। পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার আনন্দে শৈশব কৈশোরের দুরন্তপনার স্মৃতি রোমন্থন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।











