বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এসএসসি ৯৪ ব্যাচের সামাজিক প্ল্যাটফর্ম ‘চট্টগ্রাম ৯৪’ আয়োজিত সদস্যদের সন্তানদের অংশগ্রহণে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গত ২৩ ডিসেম্বর চট্টেশ্বরী মোড়স্থ আহিল সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন চ বি চারুকলা বিভাগের অধ্যাপক মো. জসিম উদ্দিন ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সিনিয়র আর্ট ইন্সট্রাক্টর সঞ্জিত রায়। জাহিদ তানছির ও শাহাদাত কামাল সবুজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এবিএম মাসুদ, নুরুল কবির, শেখ মো. রাশেদ, পলাশ বড়ুয়া, আহিল সিরাজ, সৈয়দা শায়লা হোসেন মুন্নী, মনিরুজ্জামান মনির, জয়দীপ চৌধুরী রনি, লায়ন আবু সালেহ, কামাল উদ্দিন, মইনুল ইসলাম, রাকিব ভুইয়া, সুনাইরা নিজাম, আফরোজা তনু, আলেয়া বেগম, মুশফিকুর রহমান, নাঈম মাহমুদ, ইসকান্দার শিপলু প্রমুখ। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।